মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নতুন হ্যান্ডসেট এ৬০ নিয়ে এলো অপো স্যামসাং ফোন ক্রয়ে ফ্রি ইন্টা‌রনেট দি‌চ্ছে বাংলালিংক ৪ বছরের মধ্যে ব্যাটারি রিপ্লেসমেন্ট সুবিধা নিয়ে এলো ভিভো ভি৩০ লাইট টেকসই রাজস্ব নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ খাতগুলোতে প্রয়োজন নীতিনির্ধারণে ধারাবাহিকতা সাংবাদিকের বিরুদ্ধে ‘অনার্স পাসের সনদ জালিয়াতির অভিযোগ! আদানি পাওয়ারের আর্থিক বিবরণী প্রকাশ: রাজস্ব প্রবৃদ্ধি ৩০ শতাংশ দেশজুড়ে চাঁদাবাজি ও একাধিক মামলার আসামী কৌশিক গংদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন একই ফোনে দুইটি রং, আসছে ভিভোর নতুন স্মার্টফোন ইনফিনিক্স ইনবুক ওয়াইটু প্লাস: নিত্যদিনের ব্যবহারের জন্য সাশ্রয়ী পাওয়ারহাউজ বাজারে এলো বাংলা ভাষার প্রথম স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
ঘোষণা:
সত্য প্রকাশে অপ্রতিরোধ্য দৈনিক সময়ের কণ্ঠ ডটকমে আপনাকে স্বাগতম  

সাংবাদিক মাসুদের ওপর হামলার ঘটনায় থানায় মামলা!

নিজস্ব প্রতিবেদক
আপডেট টাইম : রবিবার, ৩ এপ্রিল, ২০২২, ১০:৪৫ পূর্বাহ্ন

জামালপুরের সরিষাবাড়ীতে সাংবাদিক মাসুদের ওপর হামলার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। ৩ এপ্রিল রবিবার সরিষাবাড়ী থানায় সাংবাদিক মাসুদুর রহমান বাদী হয়ে এ মামলা করেন। মামলায় দুইজনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ৪/৫ জনকে।

জানা যায়, মুভি বাংলা টিভি ও দৈনিক জনবাণী পত্রিকার স্টাফ রিপোর্টার এবং অনলাইন দৈনিক আলোচিত সকালের সম্পাদক ও স্থানীয় দৈনিক আলোচিত জামালপুর পত্রিকার স্টাফ রিপোর্টার মাসুদুর রহমান তথ্য সংগ্রহ করার জন্য উপজেলা পরিষদের ২য় তলায় যায়। উপজেলার সাতপোয়া গ্রামের আবুল কাশেমের ছেলে মাদক ব্যবসায়ী রাকিব ও তার বন্ধু শুভনসহ অজ্ঞাত ৫/৬ জন সকাল ১১ঃ২০ মিনিটে অকথ্য ভাষায় গালিগালাজ ও হত্যার হুমকি দিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়।

এ সময় তার কাছ থেকে মোবাইল ও ৩০ হাজার টাকা সহ মানিব্যাগ ছিনিয়ে নেয়। পরে তিনি ভবনের নিচে আসলে তার উপর আবারও হামলা করে মারধর করা হয়। পরে উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম রনি ও পৌর আওয়ামীলীগের সভাপতি মিজানুর রহমান সহ স্থানীয় আওয়ামীলীগ নেতারা এগিয়ে আসলে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে।

মোবাইলটি উদ্ধার করা হলেও তার মানিব্যাগ ও পরিচয় পত্র উদ্ধার হয়নি।কোন এক ব্যক্তি তাকে উদ্ধার করে ভ্যান গাড়ি যোগে এনে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। পরে সাংবাদিক মাসুদুর রহমানের ওপর হামলার ঘটনার প্রতিবাদ ও হামলা কারীদের গ্রেফতারের দাবীতে ৩০ মার্চ সন্ধ্যায় বিক্ষোভ মিছিল করে স্থানীয় শিক্ষার্থীরা। মিছিলটি সরিষাবাড়ী পৌরসভা থেকে শুরু হয়ে উপজেলা চত্ত্বর প্রদক্ষিণ করে পৌরসভায় এসে শেষ হয়।

সাংবাদিক মাসুদুর রহমান বাদী হয়ে ৩২৩,৩০৭,৩২৫,৩৭৯,৫০৬ ধারায় সাতপোয়া গ্রামের আবুল কাশেমের ছেলে রাকিবকে প্রধান আসামী করে ২ জনের বিরুদ্ধে সরিষাবাড়ী থানায় মামলা দায়ের করেন। মামলা নং -৬, তারিখ ৩-৪-২০২২। হামলা কারীদের দ্রুত গ্রেফতারের দাবী জানিয়েছেন সরিষাবাড়ীর সাধারণ মানুষ।

এ বিষয়ে সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আবুল হোসেন বলেন, এ ন্যক্কারজনক ঘটনার আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি। ঘটনাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি।

কথা হলে সরিষাবাড়ী থানার ওসি(তদন্ত) আব্দুল মজিদ বলেন , সাংবাদিক মাসুদুর রহমানের ওপর হামলার ঘটনায় ২ জনের বিরুদ্ধে সরিষাবাড়ী থানায় মামলা দায়ের হয়েছে। আসামীরা পলাতক রয়েছে, তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ.....
এক ক্লিকে বিভাগের খবর