রবিবার, ১৯ মে ২০২৪, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
তামাকজাত দ্রব্যের মূল্য ও করহার উল্লেখযোগ্য পরিমানে বৃদ্ধি করার দাবি বাজারে এলো রিয়েলমি সি৬৫ স্মার্টফোন দ্রুত চার্জের সুবিধা নিয়ে এলো ভিভো ভি৩০ লাইট নতুন হ্যান্ডসেট এ৬০ নিয়ে এলো অপো স্যামসাং ফোন ক্রয়ে ফ্রি ইন্টা‌রনেট দি‌চ্ছে বাংলালিংক ৪ বছরের মধ্যে ব্যাটারি রিপ্লেসমেন্ট সুবিধা নিয়ে এলো ভিভো ভি৩০ লাইট টেকসই রাজস্ব নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ খাতগুলোতে প্রয়োজন নীতিনির্ধারণে ধারাবাহিকতা সাংবাদিকের বিরুদ্ধে ‘অনার্স পাসের সনদ জালিয়াতির অভিযোগ! আদানি পাওয়ারের আর্থিক বিবরণী প্রকাশ: রাজস্ব প্রবৃদ্ধি ৩০ শতাংশ দেশজুড়ে চাঁদাবাজি ও একাধিক মামলার আসামী কৌশিক গংদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
ঘোষণা:
সত্য প্রকাশে অপ্রতিরোধ্য দৈনিক সময়ের কণ্ঠ ডটকমে আপনাকে স্বাগতম  

ব্যাটেল অফ মাইন্ডস’র চ্যাম্পিয়ন আইবিএ’র ‘টিম ফ্যান ক্লাব’

নিজস্ব প্রতিবেদক
আপডেট টাইম : রবিবার, ২৯ আগস্ট, ২০২১, ৪:০০ অপরাহ্ন
ব্যাটেল অফ মাইন্ডস’র চ্যাম্পিয়ন আইবিএ

দেশের অন্যতম মেধাভিত্তিক প্রতিযোগিতা ব্যাটেল অফ মাইন্ডস এর ১৮তম আসরে চ্যাম্পিয়ন হয়েছে ইন্সটিটিউট অফ বিজনেস এডমিনিস্ট্রেশন (আইবিএ), ঢাকা বিশ্ববিদ্যালয়ের দল ‘টিম ফ্যান ক্লাব’। মাসব্যাপী চলমান কেন্দ্রীয় চ্যালেঞ্জ রাউন্ডের পর ২৯ আগস্ট (রোববার) ১৮তম আসরের চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। ফাইনালের বাকি চারটি  দলকে পরাজিত করে বিজয়ের মুকুট অর্জন করে টিম ফ্যান ক্লাব। বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) দল ‘টিম সে আওয়ার নেইম’ ও ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজির দল ( আইইউটি) ‘টিম এন্টস’ যথাক্রমে প্রথম ও দ্বিতীয় রানার আপ হিসেবে প্রতিযোগিতা শেষ করে।

এবারের আসরে প্রতিযোগী অন্যান্য ২৬টি দেশের সঙ্গে প্রতিযোগিতা করে দেশকে প্রতিনিধিত্ব করার প্রয়াসে আট শতাধিক দল বাংলাদেশে থেকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। বৈশ্বিক বিজয়ী দল তাদের উদ্যোগ বাস্তবায়নের স্বপ্ন পুরণে বিনিয়োগ হিসেবে সর্বোচ্চ ৫০,০০০ জিবিপি গ্রহণ করবে।

মাননীয় মন্ত্রী জনাব এম. এ. মান্নান এমপি (পরিকল্পনা মন্ত্রণালয়) অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগদান করে সরাসরি বক্তব্য রাখেন। তরুণদের উদ্দ্যেশে দেয়া বক্তব্যে নতুন প্রজন্মকে সঠিক পরিচর্চা ও আদর্শ মানবসম্পদ হিসেবে তৈরির উদ্দ্যেশে ব্যাটেল অফ মাইন্ডস এর মতো এ ধরণের প্রতিযোগিতাগুলোর প্রতি গুরুত্বারোপ করেন তিনি।

এ বছর ব্যাটেল অফ মাইন্ডস প্রতিযোগীরা আর্থ-সামাজিক বাধা-বিপত্তি, সংস্কৃতি, চাষাবাদ, বর্জ্য ব্যবস্থাপনা ও শক্তি নিয়ে কাজ করে একটি গ্রহণযোগ্য ব্যবসায়িক পরিকল্পনার মাধ্যমে তার সমাধানের চেষ্টা করেন। এবারের বিজয়ী দল প্লাস্টিক বর্জ্য ও বালুর সংমিশ্রণে এক উদ্ভাবনীয় পরিবেশ বান্ধব ইট তৈরির ধারণা ও সামগ্রিক পরিকল্পনা উপস্থাপন করে যা বাজারে চলমান ইটের তুলনায় অনেকাংশে কম কার্বন নির্গত করবে।

বিএটি বাংলাদেশ ২০০৪ সাল থেকে দেশব্যাপী মেধাভিত্তিক প্ল্যাটফর্ম ব্যাটেল অফ মাইন্ডস পরিচালনা করে আসছে। চলমান মহামারীর কারণে এবারের আসর ভার্চুয়ালি হলেও দ্বিতীয় বারের মতো তা সফলভাবে সম্পন্ন করেছে প্রতিষ্ঠানটি। বিএটি বাংলাদেশের মানবসম্পদ বিভাগের প্রধান জনাব সাদ জসীম ব্যাটেল অফ মাইন্ডেস এর উপযোগিতার ব্যাপারে গুরুত্বারোপ করেন এবং বলেন, “ব্যাটেল অফ মাইন্ডস একটি অন্যতম প্রধান বৈশ্বিক মেধাভিত্তিক প্রতিযোগিতা হিসেবে দেশের সীমানা পেড়িয়েছে। সফল অংশগ্রহণে যা দূরদর্শী মেধাবীদের সেরাটা বের করে এনে স্নাতকের পর তাদেরকে পেশাদার জীবনের জন্য তৈরি করছে।’’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ.....
এক ক্লিকে বিভাগের খবর