বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
তামাকজাত দ্রব্যের মূল্য ও করহার উল্লেখযোগ্য পরিমানে বৃদ্ধি করার দাবি বাজারে এলো রিয়েলমি সি৬৫ স্মার্টফোন দ্রুত চার্জের সুবিধা নিয়ে এলো ভিভো ভি৩০ লাইট নতুন হ্যান্ডসেট এ৬০ নিয়ে এলো অপো স্যামসাং ফোন ক্রয়ে ফ্রি ইন্টা‌রনেট দি‌চ্ছে বাংলালিংক ৪ বছরের মধ্যে ব্যাটারি রিপ্লেসমেন্ট সুবিধা নিয়ে এলো ভিভো ভি৩০ লাইট টেকসই রাজস্ব নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ খাতগুলোতে প্রয়োজন নীতিনির্ধারণে ধারাবাহিকতা সাংবাদিকের বিরুদ্ধে ‘অনার্স পাসের সনদ জালিয়াতির অভিযোগ! আদানি পাওয়ারের আর্থিক বিবরণী প্রকাশ: রাজস্ব প্রবৃদ্ধি ৩০ শতাংশ দেশজুড়ে চাঁদাবাজি ও একাধিক মামলার আসামী কৌশিক গংদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
ঘোষণা:
সত্য প্রকাশে অপ্রতিরোধ্য দৈনিক সময়ের কণ্ঠ ডটকমে আপনাকে স্বাগতম  

কুমিল্লায় থেকে নকল ট্যাক্স স্ট্যাম্পযুক্ত সিগারেট আটক করেছে র‌্যাব

নিজস্ব প্রতিবেদক
আপডেট টাইম : সোমবার, ২৩ নভেম্বর, ২০২০, ৪:৫৩ পূর্বাহ্ন

কুমিল্লা নগরীর এজেআর পার্সেল ও কুরিয়ার সার্ভিসের অফিস থেকে দুই লাখ শলাকা জাল ব্র্যান্ডরোল যুক্ত নকল পাইলট ব্রান্ডের সিগারেট আটক করেছে র‌্যাব। গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লার সাত তলা সিপিসি-২ এর অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিবের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

২১ নভেম্বর (শনিবার) সকালে এজেআর পার্সেল ও কুরিয়ার সার্ভিসের অফিস থেকে নকল পাইলট সিগারেটের একটি চালান মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়া হচ্ছিল। এই সময় র‌্যাব কুরিয়ার অফিসে অভিযান চালিয়ে নকল পাইলট সিগারেট আটক করে। আটককৃত সিগারেটগুলোর আনুমানিক বাজারমূল্য ১০ লাখ টাকা। নকল সিগারেট ছাড়াও সিগারেট বহনকারী মাইক্রোবাসসহ মো. ইউসুফ আলী ও মো. শাহাদাৎ হোসেন নামে দুই ব্যাক্তিকে আটক করে র‌্যাব-১১।

ভ্যাট চালান ছাড়া অবৈধ সিগারেট আটকের বিষয়ে কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব জানান, “কুরিয়ার সার্ভিসের বিষয়ে আমাদের গোয়েন্দারা তদন্ত করছে। পাশাপাশি পুলিশ তদন্ত করে প্রয়োজনীয় আইনত ব্যবস্থা নিবে।”

কুমিল্লার এজেআর পার্সেল ও কুরিয়ার সার্ভিসে এই নকল সিগারেটের চালানটি এসেছে মনোহরী সামগ্রী নামে। সিগারেটের ভ্যাট চালান ব্যতিত সিগারেট পরিবহন করা অবৈধ হওয়ায় ব্যবসায়ীরা কৌশলে বিভিন্ন সামগ্রীর অন্তরালে এই সিগারেট দেশের বিভিন্ন স্থানে চালান করে যাচ্ছে। যার সবচেয়ে নিরাপদ মাধ্যম হিসেবে ব্যবহার করছে এজেআর পার্সেল ও কুরিয়ার সার্ভিসের মতো বিভিন্ন কুরিয়ার প্রতিষ্ঠানকে।

এর আগেও সিলেট নগরীর কুমারপাড়া পয়েন্টে এজেআর পার্সেল ও কুরিয়ার সার্ভিসে অভিযান চালিয়ে নকল ব্যান্ডরোল ব্যবহৃত ‘রমনা’ ব্রান্ডের নামে ১০ লাখ টাকা মূল্যের দুই লাখ ২০ হাজার শলাকা সিগারেট আটক করেছে কাস্টমস এক্সাইজ এ্যান্ড ভ্যাট কমিশনারেট। এছাড়াও ফেনী ভ্যাট বিভাগ ফেনী জেলার এজেআর পার্সেল ও কুরিয়ার সার্ভিস থেকে ১১ লাখ টাকা মূল্যের সাড়ে তিন লাখ টাকার অবৈধ সিগারেট জব্দ করেছে।

ঢাকা, সিলেট, ফেনীসহ দেশের বিভিন্ন জেলায় এই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিরাপদে অবৈধ সিগারেট পরিবহন করা হচ্ছে। কিন্তু এই ব্যাপারে কুরিয়ার সার্ভিসের বিরুদ্ধে কোনো আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে কিনা এই বিষয়ে জানতে চাইলে কুমিল্লা কাস্টমস ও ভ্যাটের সহকারি কমিশনার সালাহউদ্দিন রিপন জানান, “যে সব কুরিয়ার সার্ভিস এসব অবৈধ সিগারেট পরিবহন করছে তাদের বিষয়ে আমরা তদন্ত করছি। এছাড়া এ বিষয়ে কেউ কোন অভিযোগ করলে বা সঠিক তথ্য দিলে আমরা দ্রæত তদন্ত করে এসব কুরিয়ার সার্ভিসের বিষয়ে ব্যবস্থা নিবো।”

বাংলাদেশের ভ্যাট আইন অনুযায়ী, ভ্যাট চালান ব্যাতিত কোনো কুরিয়ার সার্ভিসে সিগারেট পরিবহন নিষিদ্ধ। ভ্যাট আইন অমান্য করে বারবার ভ্যাট চালান ছাড়াই দেশের বিভিন্ন জেলায় অবৈধ সিগারেট পরিবহন করছে এজেআর পার্সেল ও কুরিয়ার সার্ভিস। ফলে প্রতিবছর কয়েক হাজার কোটি টাকা রাজস্ব হারাচ্ছে সরকার। অবৈধ সিগারেট পরিবহন বন্ধ করতে অতিদ্রæত কুরিয়ার সার্ভিসের বিরুদ্ধে কার্যকরী পদক্ষেপ নিতে হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ.....
এক ক্লিকে বিভাগের খবর