বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১০:৪১ অপরাহ্ন
ঘোষণা:
সত্য প্রকাশে অপ্রতিরোধ্য দৈনিক সময়ের কণ্ঠ ডটকমে আপনাকে স্বাগতম  

ধর্মপাশায় পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

এম এইচ লিপু মজুমদার ধর্মপাশা (সুনামগঞ্জ)প্রতিনিধি
আপডেট টাইম : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২০, ২:০৭ অপরাহ্ন

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার জালধরা হাওরের পানিতে ডুবে খাদিজা আক্তার পাঁচ ব্ছর বয়সী ও বিয়া আক্তার নামের সাত বছর বয়সী দুজন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সম্পর্কে ওরা দুজন সহোদর বোন। শিশু দুটি উপজেলার জয়শ্রী ইউনিয়নের বড়ই গ্রামের বাসিন্দা হবুল মিয়ার মেয়ে।
এলাকাবাসী ও শিশু দুটির পরিবার সূত্রে জানা গেছে,উপজেলার জয়শ্রী ইউনিয়নের বড়ই গ্রামের স্বামীর বাড়ি থেকে মাস খানেক আগে ওই দুটি মেয়ে শিশুকে নিয়ে মা ময়না আক্তার নিজের বাবার বাড়ি উপজেলার সেলবরষ ইউনিয়নের ভাটাপাড়া গ্রামে বেড়াতে আসেন। বৃহস্পতিবার মা ময়না আক্তার তার দুজন মেয়েকে নিয়ে পাশ্ববর্তী সলপ গ্রামে আবদুল মোতালিব নামের এক আত্বীয়ের বাড়িতে বেড়াতে যান। ওই দুটি শিশু আজ শুক্রবার সকাল ১১টার দিকে ওই বাড়ির উঠানে খেলাধূলা করতে করতে এক পর্যায়ে তারা ওই বাড়ির সামনে থাকা জালধরা হাওরের পানিতে পড়ে গিয়ে তলিয়ে যায়। স্থানীয় লোকজন খোজাখোঁজি করে দুপুর ১২টার দিকে ওই হাওরের পানি থেকে তাদের উদ্ধার করে ধর্শপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যায়।পরে হাসপাতালের ডাক্তার ওই দুজন শিশুকে মৃত ঘোষণা করেন।
সেলবরষ ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের ইউ,পি সদস্য মো.ইকবাল মিয়া এই খবরটির তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ.....
এক ক্লিকে বিভাগের খবর