মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০১:১২ পূর্বাহ্ন
ঘোষণা:
সত্য প্রকাশে অপ্রতিরোধ্য দৈনিক সময়ের কণ্ঠ ডটকমে আপনাকে স্বাগতম  

কুষ্টিয়ায় নাগরিক কমিটির সাথে পৌর মেয়র আনোয়ার আলীর সৌজন্য স্বাক্ষাৎ

প্রিতম মজুমদার, কুষ্টিয়া, সদর
আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২, ১:১৮ অপরাহ্ন

কুষ্টিয়ার শত নাগরিকের প্লাটফরম কুষ্টিয়া নাগরিক কমিটির সাথে পৌর মেয়র আনোয়ার আলীর সাথে সৌজন্য স্বাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ এপ্রিল) দুপুর ১২টায় নাগরিক কমিটির সভাপতি প্রফেসর ডা. এস এম মুস্তানজিদ ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. সেলিম তোহান নেতৃত্বে

একটি প্রতিনিধিদল মেয়রের কার্যালয়ে এই সৌজন্য স্বাক্ষাতে মিলিত হন।

নাগরিক কমিটির এই প্রতিনিধিদলে ছিলেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক সামসুল ওয়াসে, নির্বাহী পর্ষদ সদস্য আব্দুল খালেক, প্রফেসর ড. সরওয়ার মুর্শেদ, শাহনেওয়াজ আনসারী মনজু, এ্যাডভোকেট মীর সানওয়ার হোসেন, বিশ্বজিত সাহা সনটু, আসমা আহম্মেদ মিরু ও ড. আমানুর আমান।
নাগরিক কমিটির পক্ষ থেকে মেয়রকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

নাগরিক কমিটির নেতৃবৃন্দ সর্বজন গ্রহনযোগ্য প্রবীণ রাজনীতিবিদ আনোয়ার আলীর নেতৃত্বে একটি সুন্দর পৌরসভা ও এই ছোট পৌর শহরে সুন্দর নাগরিক জীবন গড়ে তুলতে পদক্ষেপ গ্রহনের আহবান জানান। তারা বলেন দ্রুত বর্ধনশীল এ পৌরসভার সকল উন্নয়নে নাগরিক কমিটি তাদের সাধ্যমতো ও শ্রেণীমতো সহযোগীতা অব্যাহত রাখবে।

মেয়র আনোয়ার আলী নাগরিক কমিটিকে তার পক্ষ থেকে ধন্যবাদ জানান। তিনি এই কমিটির মাধ্যেমে কুষ্টিয়ার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও অন্যান্য সকল উন্নয়ন তরান্বিত হবে বলে মনে করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ.....
এক ক্লিকে বিভাগের খবর