শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০২:১৮ অপরাহ্ন
ঘোষণা:
সত্য প্রকাশে অপ্রতিরোধ্য দৈনিক সময়ের কণ্ঠ ডটকমে আপনাকে স্বাগতম  

নেত্রকোনার ডিসি প্রত্যাহার, অভিযোগ তদন্ত হচ্ছে

দৈনিক সময়ের কন্ঠ ডেস্ক
আপডেট টাইম : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২০, ১২:৪০ অপরাহ্ন

;নেত্রকোনার জেলা প্রশাসক (ডিসি) মঈনউল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে তাঁরই কার্যালয়ের একজন নারী কর্মকর্তা (পরে অন্যত্র বদলি) বেশ আগে অনৈতিকতার অভিযোগ এনেছিলেন, যেটির তদন্ত চলছে। এ রকম পরিস্থিতিতে গতকাল সোমবার তাঁকে প্রত্যাহার করে আরেকজন উপসচিবকে নেত্রকোনার ডিসি হিসেবে নিয়োগ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

মঈনউল ইসলামকে প্রত্যাহার করে এখনো কোনো পদে পদায়ন করা হয়নি। বদলির আদেশে বলা হয়েছে, তাঁকে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। অবশ্য কি কারণে তাঁকে প্রত্যাহার করা হয়েছে সেটি বদলির আদেশ উল্লেখ নেই। অন্যান্য আদেশের মতোই বলা হয়েছে ‘জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।’

তবে জনপ্রশাসনের সূত্রগুলো বলছে, মূলত ওই অভিযোগের পরিপ্রেক্ষিতেই তাঁকে প্রত্যাহার করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন প্রথম আলোকে বলেন, এই অভিযোগের বিষয়টি তদন্ত চলছে।

এদিকে নেত্রকোনার নতুন ডিসি হিসেবে নিয়োগ পেয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের উপসচিব কাজি মো. আবদুর রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ.....
এক ক্লিকে বিভাগের খবর