শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৫:০৮ পূর্বাহ্ন
ঘোষণা:
সত্য প্রকাশে অপ্রতিরোধ্য দৈনিক সময়ের কণ্ঠ ডটকমে আপনাকে স্বাগতম  

ভারতে রাতের আধারে ৮০০ কেজি গোবর চুরি, তদন্তে নেমেছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক
আপডেট টাইম : শুক্রবার, ২৫ জুন, ২০২১, ৭:৩০ অপরাহ্ন

ভারতের ছত্তিশগড়ে একটি গ্রাম থেকে ৮০০ কেজি গোবর চুরির অভিযোগ পাওয়া গেছে। এরই মধ্যে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু জানিয়েছে, গত ৮ ও ৯ জুন রাতে ছত্তিশগড়ের কোরবা জেলার ধুরেনা গ্রামে ওই চুরির ঘটনা ঘটেছে।

দীপকা থানার পুলিশ কর্মকর্তা হরিশ তাণ্ডেকর জানিয়েছেন, ১৫ জুন গৌথান সমিতির গ্রামের প্রধান কামহান সিং কানওয়ার এ ব্যাপারে থানায় অভিযোগ করেছেন।

তবে রোববার বিষয়টি সামনে এসেছে। পুলিশ কর্মকর্তা বলেন, ওই ৮০০ কেজি গোরবের বাজারমূল্য এক হাজার ৬০০ টাকার মতো। কিন্তু কে বা কারা এ গোবর চুরি করেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। সেই সঙ্গে কী কারণে গোবর চুরি করা হয়েছে, তা নিয়েও দোটানায় পুলিশ।

রাজ্য সরকারের উচ্চাকাঙ্ক্ষী ‘গোধন ন্যায় যোজনা’ প্রকল্পের আওতায় প্রতি কেজি গোবর দুই টাকায় কিনছে ছত্তিশগড় সরকার। যে গোবর কেনা হচ্ছে, তা গৌঠানে (কোনো গ্রামের নির্দিষ্ট এলাকা, যেখানে দিনের বেলায় গবাদিপশুদের রাখা হয়) রাখা হচ্ছে। সেই গোবর দিয়ে প্রাকৃতিক সার উৎপাদনের পরিকল্পনা করছে রাজ্য সরকার।

সে জন্য কেনা হচ্ছে গোবর। আর সম্ভবত সেই কারণেই গোবর চুরি করা হয়েছে বলে ধারণা একাংশের। যদিও পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কিছু জানানো হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ.....
এক ক্লিকে বিভাগের খবর