শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৮:১৪ পূর্বাহ্ন
ঘোষণা:
সত্য প্রকাশে অপ্রতিরোধ্য দৈনিক সময়ের কণ্ঠ ডটকমে আপনাকে স্বাগতম  

করোনায় মৃত্যু ২৮, বেড়েছে শনাক্ত

নিজস্ব প্রতিবেদক
আপডেট টাইম : রবিবার, ২৩ মে, ২০২১, ১০:৪৫ পূর্বাহ্ন

দেশে গত ২৪ ঘন্টায় করোনাক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা কমেছে, বেড়েছে শনাক্ত। রবিবার (২৩ মে) স্বাস্থ্য অধিদফতরের দেয়া তথ্যমতে, গত ২৪ ঘন্টায় করোনাক্রান্ত হয়ে মারা গেছেন ২৮ জন। শনিবার মৃতের সংখ্যা ছিল ৩৮।

অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ১৫ হাজার ২০৫ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয় ১,৩৫৪ জন। যা গতকালের তুলনায় বেশি। শনাক্তের হার ৮ দশমিক ৯০ শতাংশ।

এর আগে শনিবার করোনাক্রান্ত হয়ে মারা যান ৩৮ জন। শনাক্ত হয় ১,০২৮। এখন পর্যন্ত দেশে করোনায় মারা গেছে মোট ১২ হাজার ৩৭৬ জন। আর মোট শনাক্তের সংখ্যা ৭ লাখ ৮৯ হাজার ৮০ জনের দেহে।

২৪ ঘণ্টায় মৃত্যু: ২৮
মোট মৃত্যু: ১২ হাজার ৩৭৬
শনাক্ত : ১,৩৫৪
মোট শনাক্ত : ৭ লাখ ৮৯ হাজার ৮০
নমুনা পরীক্ষা (অ্যান্টিজেন টেস্টসহ): ১৫ হাজার ২০৫
শনাক্তের হার: ৮.৯০ শতাংশ

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, সরকারি হাসপাতালে ২৪ জন এবং ৩ জন মারা গেছেন বেসরকারি হাসপাতালে। এছাড়া ১ জনের মৃত্যু হয়েছে বাসায়।

মৃতদের মধ্যে ১০ জন রাজধানীবাসী, ৭ জন চট্টগ্রামের। ৫ জন সিলেটের, ৩ জন বরিশালের, ২ রংপুরের এবং ১ জন ময়মনসিংহের।

ঢাকা: ১০
চট্টগ্রাম: ৭
সিলেট: ৫
বরিশাল: ৩
রংপুর: ২
ময়মনসিংহ: ১

গেলো ২৪ ঘণ্টাতে পুরুষের মৃত্যুর হার নারীর তুলনায় বেশি।
পুরুষ: ২০
নারী: ৮

বয়সভিত্তিক বিশ্লেষণে তাদের মধ্যে ১৪ জন ষাটোর্ধ্ব, ১০ জনের বয়স ৫১-৬০ বছরের মধ্যে, ৩ জনের বয়স ৩১-৪০ বছরের মধ্যে এবং ১ জনের বয়স ৩১-৪০ এর মধ্যে।

২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮৯৯ জন। এখন পর্যন্ত সুস্থ ব্যক্তির সংখ্যা ৭ লাখ ৩০ হাজার ৬৯৭।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ড অনুযায়ী,কোনো দেশে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে কি না, তা বুঝতে পারার একটি নির্দেশক হলো রোগী শনাক্তের হার। কোনো দেশে টানা অন্তত দুই সপ্তাহের বেশি সময় পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৫ শতাংশের নিচে থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে ধরা যায়। সে হিসেবে বাংলাদেশের করোনা পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণের বাইরে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ.....
এক ক্লিকে বিভাগের খবর