শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০২:৩৪ পূর্বাহ্ন
ঘোষণা:
সত্য প্রকাশে অপ্রতিরোধ্য দৈনিক সময়ের কণ্ঠ ডটকমে আপনাকে স্বাগতম  

হোমনার শ্রীমদ্দি গ্রামে গাঁজাসেবনের দায়ে ৩মাসের জন্য বিনাশ্রম কারাদন্ড

মোঃ মনিরুজ্জামান (কুমিল্লা) প্রতিনিধি
আপডেট টাইম : মঙ্গলবার, ৬ এপ্রিল, ২০২১, ৫:১৯ অপরাহ্ন

হোমনায় ইব্রাহিম (৪৫) নাম এক গাঁজাসেবীকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। গতকাল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শ্রীমদ্দি গ্রাম থেকে গাঁজা সেবন রত অবস্থায় তাকে আটক করা হয়। পরে তার নিকট থেকে ১৫ পুড়িয়া গাঁজা উদ্ধার করা হয়। সে শ্রীমদ্দি গ্রামের মো. হযরত আলীর ছেলে।

বিশ্বস্তসূত্রে জানাগেছে, সোমবার রাত ১১ টার দিকে কয়েক জন গাঁজাসেবী গাঁজার আসর বসায় এমন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে সেবন রত অবস্থায় ১৫ পুড়িয়া গাঁজা সহ তাকে আটক করে পুলিশ। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ০৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রুমন দে।
অপরদিকে স্থানীয় লোকদেরকে এ বিষয়ে কিছু বলতে বললে(নাম প্রকাশ করতে অনিচ্ছুক) তারা উপজেলা নির্বাহি অফিসার রুমন দে ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কায়েস আকন্দের প্রতি খুব খুশি। কারন মাদক সেবীদের আইনেরর আওতায় এনে এভাবে শাস্তি দিলে গ্রামের লোক খুব শান্তির নিঃশ্বাস সহজে ফেলতে পারবেন বলে জানান।
উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) রুমন দে এর সত্যতা নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ.....
এক ক্লিকে বিভাগের খবর