শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১১:৫২ পূর্বাহ্ন
ঘোষণা:
সত্য প্রকাশে অপ্রতিরোধ্য দৈনিক সময়ের কণ্ঠ ডটকমে আপনাকে স্বাগতম  

আল জাজিরার সংবাদ ভিত্তিহীন দাবি, সরকারের প্রত্যাখ্যান

ঢাকা সংবাদদাতা
আপডেট টাইম : মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী, ২০২১, ৬:১৩ পূর্বাহ্ন

কাতারভিত্তিক সংবাদমাধ্যম
আল জাজিরায় প্রকাশিত ‘অল দ্য
প্রাইম মিনিস্টার’স ম্যান’
শিরোনামের রিপোর্ট
প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ
সরকার। এ নিয়ে পররাষ্ট্র
মন্ত্রণালয় একটি বিবৃতি
দিয়েছে। এতে প্রকাশিত
রিপোর্টকে ভিত্তিহীন ও অসৎ
উদ্দেশ্যপ্রণোদিত উল্লেখ করা
হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংবাদটি
১৯৭১ সালে বাংলাদেশের
জন্মের আগে থেকে মুক্তচিন্তা
ও প্রগতিশীলতার বিপক্ষে থাকা
শক্তি জামায়াতে ইসলামীর
মতো সন্ত্রাসী দলের সঙ্গে যুক্ত
ব্যক্তিদের প্রচারণার অংশ
মাত্র। এটি এক ধরনের সন্ত্রাসী
গ্রুপ এবং লন্ডনসহ অন্যান্য
স্থানে তাদের সহযোগীদের
ষড়যন্ত্রের অংশ। দেশের উন্নয়ন
এবং গণতান্ত্রিক পরিবেশকে
বাধাগ্রস্ত করার নীল নকশা
হওয়ায় এ প্রতিবদনকে
প্রত্যাখ্যান করেছে সরকার।
বিবৃতিতে বলা হয়েছে, গুরুত্বপূর্ণ
হলো এই প্রতিবেদনে ১৯৭১ সালে
মুক্তিযুদ্ধের সময় গণহত্যার
ঐতিহাসিক তথ্যের কথা উল্লেখ
করা হয়নি। পররাষ্ট্র মন্ত্রণালয়
উল্লেখ করেছে, প্রতিবেদনের
অভিযোগের মূল সূত্র একজন
অভিযুক্ত আন্তর্জাতিক অপরাধী,
যাকে আল জাজিরা নিজেই
‘সাইকোপ্যাথ’ হিসেবে বর্ণনা
করেছে।

এতে এই নির্দিষ্ট ব্যক্তির সঙ্গে
প্রধানমন্ত্রী ও বাংলাদেশের
রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সঙ্গে
জড়িত থাকার এক বিন্দু প্রমাণও
হাজির করা হয়নি।
মানসিকভাবে অস্থির প্রকৃতির
একজন মানুষের কথার ভিত্তিতে
সিদ্ধান্তে উপনীত হওয়া একটি
আন্তর্জাতিক নিউজ চ্যানেলের
জন্য বড় ধরনের
দায়িত্বজ্ঞানহীন আচরণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ.....
এক ক্লিকে বিভাগের খবর