শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১২:২০ অপরাহ্ন
ঘোষণা:
সত্য প্রকাশে অপ্রতিরোধ্য দৈনিক সময়ের কণ্ঠ ডটকমে আপনাকে স্বাগতম  

জয়পুরহাটে ৩৮০ কেজি ওজনরে কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার

জয়পুরহাট প্রতিনিধিঃ
আপডেট টাইম : রবিবার, ৮ নভেম্বর, ২০২০, ৫:১৬ অপরাহ্ন

৮ নভেম্বর,২০ জয়পুরহাটে ৩৮০ কেজি ওজনের দুর্লভ কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে র‌্যাব। রবিবার বিকেলে জেলার আক্কেলপুর উপজেলার দেওড়া গ্রাম থেকে এই বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়। মূুর্তির আনুমানিক মূল্য ৭৫ কোটি টাকা।

মূর্তি উদ্ধারের পর জয়পুরহাট র‌্যাব-৫ ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদ জানান, পাল বংশীয় রাজা প্রথম মহিপালের আমলে উল্লেখযোগ্য প্রত্নতত্ত্ব সম্পদটি বহুবছর ধরে দেওড়া গ্রামেরর্ রজেন্দ্রনাথ নিজ বাড়িতে আইন বহির্ভূত ভাবে মন্দির তৈরি করে এই দুর্লভ কষ্টি পাথরটি তার নিজের দখলে রাখে। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের এমন তথ্যর ভিত্তিতে অভিযান চালিয়ে ৩৮০ কেজি ওজনের বিষ্ণু মূর্তিটি উদ্ধার করা হয় । বিষ্ণু মূর্তিটি প্রত্নতাত্ত্বিক সম্পদ হওয়ায় নওগাঁর বদলগাছীর পাহাড়পুর বৌদ্ধ বিহারে হস্তান্তর করা হয়।
র‌্যাব কমান্ডার আরো জানান, ইতোপূর্বে ভারতের পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলা ও ভূতপূর্ব বৃহত্তর বগুড়া জেলার দেওড়া এলাকা হতে এই শিল্পকর্মের আদলে তৈরী প্রত্নসম্পদ উদ্ধার করা হলেও র‌্যাব কর্তৃক উদ্ধারকৃত প্রত্নসম্পদসমূহের মধ্যে এই ধরনের বিষ্ণুমূর্তি এটাই প্রথম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ.....
এক ক্লিকে বিভাগের খবর