বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ১২:৪০ পূর্বাহ্ন
ঘোষণা:
সত্য প্রকাশে অপ্রতিরোধ্য দৈনিক সময়ের কণ্ঠ ডটকমে আপনাকে স্বাগতম  

দৌলতপুরের মহিষকুন্ডিতে ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছে মাদক ব্যবসায়ীরা, বাধা দিলেই মারধরসহ আসে প্রাণনাশের হুমকি

dainikshomoyerkantho
আপডেট টাইম : রবিবার, ২৫ অক্টোবর, ২০২০, ১০:০৫ পূর্বাহ্ন

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় বেশিরভাগ সময় বিভিন্ন প্রকার অপকর্মে জড়িয়ে পড়ছে অত্র উপজেলার মানুষ মাদক কে কেন্দ্র করে।
মাদক ব্যবসায়ীকে কেউ বাধা দিলেই তাৎক্ষণিক মাদক ব্যবসায়ীদের পক্ষ থেকে আসে বিভিন্ন প্রকার হুমকি-ধামকি সহ মেরে ফেলার হুমকি।

এরই ধারাবাহিকতায় গত ২৩/১০/২০২০ শুক্রবার বিকেল তিনটার সময় মহিষকুন্ডি এলাকার আব্দুল আলিম নামের এক ব্যক্তি কুষ্টিয়ার উদ্দেশ্যে মহিষকুন্ডি বাসস্ট্যান্ডে পৌঁছালে কথিত কিছু মাদক ব্যবসায়ী রুবেল হালসানা, হৃদয় হালসানা,
সুকচাদ হালসানা, লালচাঁদ হালসানা, সহ অজ্ঞাতনামা আরো দুই তিন জন ব্যক্তি আব্দুল আলীমকে হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্রশস্ত্র সজ্জিত হয়ে কিছু বুঝে ওঠার আগেই আব্দুল আলীমের উপরে চালাই অতর্কিত সন্ত্রাসী হামলা।

আব্দুল আলীমের অপরাধ ছিল শুধু তাদের মাদক ব্যবসায় বাধা হয়ে দাঁড়ানো।

তার কারণেই তার উপরে নেমে আসে এই বর্বরোচিত নগ্ন হামলা।

লাঠিসোটা রড ও হাতুড়ি দিয়ে আঘাত করতে থাকে কথিত ওই সন্ত্রাসীরা।
এক পর্যায়ে আঘাত সইতে না পেরে মাটিতে লুটিয়ে পড়ে আব্দুল আলিম।

পরবর্তীতে আব্দুল আলীমের মৃত্যু ঘটেছে মনে করে হামলাকারীরা আব্দুল আলিমকে সেখানে ফেলে রেখেই স্থান ত্যাগ করে।

পরে বাজারের স্থানীয় লোকজন সহ আব্দুল আলীমের পরিবারের লোকজন বাস স্ট্যান্ড থেকে আহত অবস্থায় আব্দুল আলীমকে উদ্ধার করে নিয়ে ভর্তি করে দৌলতপুর ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
পরবর্তীতে ডাক্তারি পরীক্ষা নিরীক্ষা শেষে জানা যায় আহত ব্যক্তি আব্দুল আলীমের হাতুড়ির আঘাতে বুকের এক পাশের একটি হাড় ভেঙে গিয়েছে।
এমন অবস্থায় হামলার শিকার আব্দুল আলীমের মা
মোছাঃ সুরাইয়া খাতুন বাদী হয়ে দৌলতপুর থানায় একটি হত্যা উদ্দেশ্যে মামলা দায়ের করেন। (মামলা নাম্বার – ৫৯) আব্দুল আলীমের মায়ের সাথে কথা বলে জানা যায় তার ছেলে আব্দুল আলীম একজন দিনমজুর লেবার মাত্র।
তার ছেলে সারাদিন লেবারি করে যে কয় টাকা পায় তাই দিয়ে চলে তার সংসার।
কিন্তু বাড়ির পাশেই সন্ত্রাসীদের এই মাদকের রমরমা ব্যবসা দেখে বাধা দেয় আব্দুল আলিম,।

যার কারণেই ষড়যন্ত্র করে আব্দুল আলীমের উপর সন্ত্রাসীরা চালিয়েছে এমন হামলা।
উক্ত সন্ত্রাসীদের আইনের আওতায় এনে সঠিক বিচার করা হোক বলে জানান আব্দুল আলীমের মা মোছাঃ সুরাইয়া খাতুন।

অন্যদিকে দৌলতপুর উপজেলার মহিষকুন্ডি গ্রামে সরেজমিনে যেয়ে জানা যায়,
সন্ত্রাসী রুবেল হালসানা, হৃদয় হালসানা, সুকচাদ হালসানা ও লালচাঁদ হালসানা সহ বেশ কয়েকজনের একটি চক্র মাদককে কেন্দ্র করে এলাকাতে বিভিন্ন সময় ঘটিয়ে চলেছে নানা বিধি অনৈতিক ঘটনা।
যেটা আদিও এলাকাবাসীর কাম্য নয়।
এমন অবস্থায় তাদের লাগাম টেনে ধরা হয়েছে বড় দায়।
গত কয়েকদিন আগেও ওই একই এলাকার সেলিম বিশ্বাস নামে একজন ব্যক্তি কে বেধড়কভাবে পিটাই এই একই সন্ত্রাসীরা। তার ও অপরাধ ছিল তাদের মাদক ব্যবসায়ে বাধা দেওয়া।
জানা যায় সন্ত্রাসীদের বিরুদ্ধে কেউ প্রশাসনের কাছে মুখ খুললে অথবা তাদের কাজে বাধা দিলে এলাকার লোকজনের ওপর নেমে আসে অমানবিক নির্যাতন।
তাই এলাকার সচেতন মহল মনে করছে এখনই যদি এদেরকে না থামানো যায় পরবর্তী সময়ে এরা ঘটাতে পারে যেকোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনা।

এ ব্যাপারে দৌলতপুর অফিসার ইনচার্জ মোঃ জহুরুল ইসলাম এর সাথে কথা বলে জানা যায় গত ২৪/১০/২০২০ তারিখে দৌলতপুর থানার মহিষকুন্ডি গ্রামের আহত আব্দুল আলীমের মা সুরাইয়া খাতুন বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।
ইতিমধ্যে একজন আসামী গ্রেপ্তার হয়েছেন বাকিদের গ্রেফতারের জন্য আমরা চেষ্টা চালাচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ.....
এক ক্লিকে বিভাগের খবর