শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১২:৪৯ অপরাহ্ন
ঘোষণা:
সত্য প্রকাশে অপ্রতিরোধ্য দৈনিক সময়ের কণ্ঠ ডটকমে আপনাকে স্বাগতম  

ওয়াহিদা খানমের ওপর হামলার বিচার চায় রাবি ছাত্র ফেডারেশন

লাবু হক , রাজশাহী বিশ্ববিদ্যালয়,প্রতিনিধি
আপডেট টাইম : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২০, ৫:২৮ পূর্বাহ্ন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাবেক শিক্ষার্থী ও দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদা খানম হোসেনের উপর হামলার ঘটনায় প্রতিবাদ ও নিন্দা জানানোসহ ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়েছে। শুক্রবার সকালে বাংলাদেশ ছাত্র ফেডারেশন রাবি শাখার অর্থ সম্পাদক রিয়াজ হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব দাবি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি আশরাফুল আলম সম্রাট বলেন, ‘ওয়াহিদা খানমের ওপর অতর্কিত হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটা রাষ্ট্রের চলমান বিচারহীনতারই ফল। এই বিচারহীনতার সংস্কৃতি থেকে বেড়িয়ে আসতে না পারলে এমন হত্যাকান্ড নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়াবে। আমরা এই ঘটনার সাথে জড়িতদের দ্রুত বিচারের দাবি জানাই।’

সাধারণ সম্পাদক মহব্বত হোসেন মিলন বলেন, ‘ইউএনও ওয়াহিদা খানমের ওপর ন্যাক্কার জনক হামলার ঘটনাটি সরকার এবং আইনশৃঙ্খলা বাহিনীর ভুমিকাকে প্রশ্নবিদ্ধ করেছে। সরকার বারবার জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে। এই হামলার দায় সরকারকেই নিতে হবে। হামলার সাথে জড়িত সকলকে দ্রুত চিহ্নিত করে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। আমরা সকলের জন্য নিরাপদ বাংলাদেশ চাই।’

এরআগে গত বৃহস্পতিবার দিবাগত রাত ২ টার দিকে ওয়াহিদা খানম হোসেন তাঁর সরকারি বাসভবনে দুষ্কৃতকারীদের হামলায় মারাত্মক আহত হন। পরে আশংকাজনক অবস্থায় ওয়াহিদা খানমকে এয়ার এ্যাম্বুলেন্সে ঢাকায় আনা হয়।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ.....
এক ক্লিকে বিভাগের খবর