শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৭:২৩ পূর্বাহ্ন
ঘোষণা:
সত্য প্রকাশে অপ্রতিরোধ্য দৈনিক সময়ের কণ্ঠ ডটকমে আপনাকে স্বাগতম  

যাত্রী দের থেকে বাড়তি ভাড়া নেয়ার অভিযোগ

মোঃ শহিদ উখিয়া উপজেলা প্রতিনিধি
আপডেট টাইম : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২০, ১২:১৭ অপরাহ্ন

১ সেপ্টেম্বর থেকে আগের নিয়মে গাড়ি ভাড়া নেওয়ার কথা হলে ও এখনো পযন্ত নিচ্ছে বাড়তি ভাড়া।

করোনা মহামারির কারনে কারনে লকডাউন শিথিল করার কারনে গত কয়েক মাস ধরে নিচ্ছে যাত্রী দের থেকে বাড়তি ভাড়া।

জন প্রতি উখিয়া থেকে পালং খালি পযন্ত নিচ্ছে ১০০ টাকা, উখিয়া থেকে কুতুপালং নিচ্ছে ৪০ টাকা, উখিয়া থেকে কোটবাজার নিচ্ছে ২০ টাকা, উখিয়া থেকে মরিচ্যা বাজার নিচ্ছে ৪০ টাকা, উখিয়া থেকে কক্সবাজার নিচ্ছে ১৫০ টাকা,

আমাকে আলি হোছন নামে একজন যাত্রী বলেন, লকডাউনের আগে উখিয়া থেকে পালং খালি যেতে ভাড়া নিতো ৫০ টাকা আর এখন নিচ্ছে ১০০ টাকা, যা আগের চেয়ে ৫০ টাকা বাড়তি।

আবু নাসের নামে আরেক জন যাত্রী আমাকে বলেন , উখিয়া থেকে বালু খালি পযন্ত গেলে ভাড়া নে ৬০ টাকা, আগে ছিল ৩০ টাকা৷সোহাগ, সবুজ, তারা ও এই ধরনের অভিযোগ করেন।

আমি বাড়তি ভাড়া নেয়ায়, কয়েক জন লাইন ম্যানের সাথে কতা বলি, তারা আমাকে জানিয়েছেন, পরিবহন মালিক সমিতি এখনো গাড়ি ভাড়া কমনোর ব্যাপারে কিছুই বলে নাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ.....
এক ক্লিকে বিভাগের খবর