শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০১:০৩ অপরাহ্ন
ঘোষণা:
সত্য প্রকাশে অপ্রতিরোধ্য দৈনিক সময়ের কণ্ঠ ডটকমে আপনাকে স্বাগতম  

করোনায় মানুষের পাশে সরকার

কুষ্টিয়া প্রতিনিধি মো.মোমিন ইসলাম
আপডেট টাইম : বুধবার, ১৩ মে, ২০২০, ৮:৫১ পূর্বাহ্ন

করোনা সংকটে ৫০ লক্ষ পরিবারকে নগদ ২,৫০০
(আড়াই হাজার) টাকা করে দিবে সরকার। মোট ১,২৫০
(এক হাজার দুইশ পঞ্চাশ) কোটি টাকা ব্যয়ে এই
প্রকল্পের উপকার ভোগ করবেন আনুমানিক ২
কোটি মানুষ। আসন্ন ঈদ উল ফিতরের আগেই
সকল টার্গেট পরিবারের কাছে এই সহায়তা পৌঁছে
দিতে কাজ শুরু করেছে সরকার। ইতিমধ্যেই তালিকার
কাজ শেষ করা হয়েছে। বিক্যাশ, রকেট, নগদ,
শিওরক্যাশের মতন মোবাইল আর্থিক সেবা ব্যবহার
করে সরাসরি উপকারভোগীদের মোবাইলে
পাঠানো হবে এই আর্থিক সহায়তা। থাকবে না
অনিয়মের কোনো সুযোগ। বৃহস্পতিবার থেকে নগদ অর্থ
পাবে ৫০ লাখ পরিবার। করোনায় ক্ষতিগ্রস্ত দেশের নিম্ন
আয়ের মানুষ যেমন রিকশা-ভ্যানচালক ও
মোটর শ্রমিক, নির্মাণ শ্রমিকদের মতো
পেশাজীবীরা সরকারি সহায়তা পাবেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার দপ্তর
থেকে বিভিন্ন পেশার প্রায় ৫০ লাখ
পরিবারের হাতে তুলে দেয়া হবে নগদ
অর্থ। প্রত্যেক পরিবার এককালীন ২
হাজার ৫০০ টাকা করে পাবে।
প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার (১৪
মে) সকাল সাড়ে ১০টায় গণভবন থেকে
মোবাইল ব্যাংকিং পরিষেবার মাধ্যমে
সুবিধাভোগীদের হিসাবে সরাসরি নগদ
অর্থ প্রেরণের এই উদ্যোগের
উদ্বোধন করবেন। বিতরণ চলবে আসন্ন
ঈদুল ফিতরের আগ পর্যন্ত।
দেশের সাধারণ মানুষের কষ্ট লাঘবে ত্রাণ
সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে এ
পর্যন্ত সাড়ে ৪ কোটি মানুষকে ত্রাণ
সহায়তা দিয়েছে সরকার।
আর আওয়ামী লীগ ও সহযোগী
সংগঠনসমূহের বিভিন্ন পর্যায়ের
নেতাকর্মী, দলীয় সংসদ সদস্যসহ বিভিন্ন
পর্যায়ের জনপ্রতিনিধিরা দলের পক্ষে এ
পর্যন্ত সারা দেশে ৯০ লাখ ২৫ হাজার ৩২৭
পরিবারকে খাদ্য সহায়তার পাশাপাশি ৮ কোটি ৬২
লাখ ৮ হাজার টাকা নগদ অর্থ সহায়তা দিয়েছে।
এদিকে, করোনা ভাইরাসের এই দুর্যোগ
উত্তরণ চেষ্টার সময়টায় দেশের হঠাৎ
বিত্তশালীদের কোনো ভূমিকা নেই।
তাদের পাওয়া যাচ্ছে না দরিদ্র-অসহায়
মানুষের পাশে। একাদশ জাতীয় সংসদ
নির্বাচনে আওয়ামী লীগের
মনোনয়নবঞ্চিত হওয়া ৪ হাজার নেতাও
মাঠে নেই। তবে জানা গেছে, অনেক এমপি এলাকায় না
গেলেও স্থানীয় আওয়ামী লীগ
নেতাদের মাধ্যমে নিয়মিত দরিদ্রদের
মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত
রেখেছেন।আর তাদের নেতাকর্মীরা প্রতিটি হতদরিদ্র পরিবারের মাঝে ক্রানসামগ্রী বিতরণ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ.....
এক ক্লিকে বিভাগের খবর